চারিদিকে অন্ধকার
কালো মেঘে ঢাকা,
আকাশের তিল ঠাঁই
কোথাও নেই ফাঁকা।
দে’য়া ডাকছে গুড়গুড়
খোকা-খুকু ঘরে চল,
এখনি নামছে দেখো
আষাঢ়ের ঢল।
রাখাল গরুর পাল
নিয়ে ফিরে ঘরে,
দল বেঁধে সাদা বক
ছুটে যায় নীড়ে।
বাড়ি চলে যায় মাঝি
খেয়া ঘাট ছেড়ে,
কালো কাক ডালে বসে
কা কা করে।
কাশবনে একা একা
শেয়াল মামা ভিজে,
কোলা ব্যাঙ ডেকে উঠে
পুকুরের মাঝে।
দিনভর কালো মেঘ
জুড়ে দেয় খেলা,
আষাঢ়ে শুরু হয়
বৃষ্টির মেল।