পৌষের শীতে জন্ম দিয়ে গভীর রাতে
কষ্টগুলো ধুলোয় মুছে সুখের হাসি,
উষ্ণ জলে গতর ধুয়ে উল্লাসে তে
নবজাতক বুকে নিয়ে স্বপ্ন দেখে!


রচনাকাল- ১৭ জানুয়ারী ২০২০ ইং
পাগাড়, টঙ্গী, গাজীপুর।