আমি পারিনা স্বৈরশাসকের টুটি চেপে ধরতে
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
আমি পারিনা মৌলিক অধিকার ফিরিয়ে আনতে
অবিচার ও দূর শাসনের মসনদ গুড়িয়ে দিতে।
আমি পারিনা বুলেটের সামনে বুক পেতে দাঁড়াতে
রাজপথে উত্তাল মিছিলে সঙ্গ দিতে।
আমি পারিনা সন্তান হারা মায়ের কান্না থামাতে
বোনের সম্ভ্রম হরণকারীর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে।
আমি পারিনা সমাজ সংস্কারের কথা বলতে
জুলুমের বিরুদ্ধে শির উঁচু করে দাঁড়াতে।
আমি পারিনা গণ জাগরণ তৈরী করতে
ন্যায্য দাবী আদায়ে সোচ্চার হতে।
আমি পারিনা বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে
অত্যাচারীর খড়গ হতে নিজেকে বাঁচাতে।
আমি ভীতু আমি কাপুরুষ!
আমি নির্বাক!
রচনাকাল- ২৪ জুন ২০২৪ ইং
মুন্ডা, উত্তর খান, ঢাক।