ছুটে চলা যার নেশায়
হারিয়ে যাই অজানায়
যে আমাকে ঘুম জাগায়
চৈত্র নিশি চন্দ্রিমায়।
নৃত্যে যার ছন্দ দুলে
অজানা রঙিন ফুলে
বনবাঁদর নদীর কূলে
পথ হারাই মন ভূলে।
নদীর ধারে কাশবনে
নিত্য ছুটি আনমনে
প্রেম যে আমার তারসনে
অলি যেমন মৌ বনে।
বৃষ্টি ভেজা শীতল হাওয়া
তারই সাথে হারিয়ে যাওয়া
শিশির কণায় যাকে পাওয়া
সেটাই হল আমার চাওয়া।
কদম তলায় বাঁশির সুরে
অমনি পরান যায় যে উড়ে
আপন ঘরের বাঁধন ছিঁড়ে
ভাবনা গুলো তাকেই ঘিরে।
শীতল জলের ঝরনা ধারা
হই যে আমি পাগলপারা,
অরুন আলোয় শিউলী ঝরা
উতলা মন দেয় যে নাড়া
উন্মাদ আমি তার প্রেমে
নদী যেথায় যায় থেমে,
'কবিত' ই আমার প্রেম
আমি পাগল তার প্রেমে।