আমাদের এই গ্রাম কতইনা রূপে ভরপুর;
তাই হয়তো গ্রামের নাম হয়েছে রূপপুর।
অন্য যতো গ্রাম আছে লাগে না তা ভালো;
এই গ্রামেই আছে বেশি শিক্ষার আলো।
বর্ষার সময় বৃষ্টি হলেও, রাস্তায় থাকে না কাদা;
আম-কাঁঠালের বাগান আছে, আরো আছে সফেদা।
গ্রামের মধ্যে বিবিসি নামে আছে একটা বাজার;
লন্ডন থেকেও দেখতে এসেছে, বিষয়টা মজার।
গ্রামে আছে কৃষক, শ্রমিক, আগে ছিলো তাঁতি;
যে যাই করি আমরা সবাই বাঙালি জাতি।
গ্রামের যতো মেঠো পথ, হয়ে যাচ্ছে পাকা;
পায়ে হাঁটা কমে এখন, চলছে গাড়ির চাকা।
এই গ্রামকে লাগে আমার, মায়ের মতো আপন;
মিলেমিশে থাকবো সবাই, এটাই দেখি স্বপন।