নেশা, নেশা, নেশা, যুব সমাজকে করেছে শেষ;
নেশা করার পরে নাকি শরীরটা লাগে বেশ।
নেশা ছাড়া আবার অনেকেরই লাগে না ভালো;
আসল কথা, এদের নাই শিক্ষার কোনো আলো।
নেশা দ্রব্যের গায়ে লেখা, “পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর;”
নেশা খোররা বলে, “নেশা আমি করবোই যা পারিস কর।”
মদ, গাঁজা, ইয়াবা কিনে পরিবারকে করছে ধ্বংশ;
কেউবা বলে, নেশা নাকি এই জীবনেরই একটা অংশ।
টেনশন অথবা প্রিয়জনকে ভুলতে পান করছে কেউ নেশা;
বেপথেই কেউবা আবার গড়ে নিচ্ছেন, দুই নাম্বারি পেশা।
মদ্যপান করে কেউ নিজেকে মনে করে হিরো;
সভ্য সমাজের চোখে এদের অবস্থান জিরো।
মাদক সেবন করলে আইন অনুসারে হয় ফাইন;
তবুও এসব দ্রব্য কিনতে দোকানে ধরছে লাইন।
মাদক দ্রব্য উৎপাদন বন্ধ না করায় কর্তৃপক্ষের প্রতি আমার ক্ষোভ;
এসব দ্রব্য সেবন করতে মাঝে মাঝে আমারও হয় কিছুটা লোভ।