আমাদের সমাজে অসৎ নেতার নাই কোনো অভাব;
মানুষের মেরে-কেটে খাওয়া, এটাই তাদের স্বভাব।
সমাজে ছিন্তাই, ঘুস, আত্মসাৎ নিয়ে যাদের কারবার;
আমরা তাদের ভোট দিয়ে নির্বাচিত করছি বারবার।
নেতার অর্ডারে কেউবা আবার মানুষ করছে খুন;
এসবতো, অসৎ নেতাদের একটি গোপনীয় গুণ।
জেল হাজতে গেলেও নেতারা, পায় ফুলের মালা;
তবে সাধারণ মানুষই বোঝে, এসব নেতার জ্বালা।
ভোটের সময় নেতারা, পায়খানাও করে দিতে চাই পাকা;
ভোটের পরে গেলে বলে, এখন আমার সময় নেই কাকা।
চাকুরি পেতেও নেতাদের দিতে হয় মোটা অংকের ঘুস;
আর গরিব, মেধাবী সব প্রার্থীরা বসে বসে আঙ্গুল চুস।
ভাষণে নেতারা বলে থাকে, জনগণেরই সব কিছু;
বাস্তবে সবই নেতাদের, জনগণ ঘোরে পিছুপিছু।
জনগণের অধিকার কেড়ে, নেতারা তাদের কাঁদায়;
সেই নেতা, যে জনগণের অধিকার করে আদায়।