ধনীরা কতো খরচ করে নাস্তা করে সকালে;
গরিবদের না খেয়ে খেয়ে মরতে হয় অকালে।
ধনীরা ব্যবহার করে কতো দামি দামি পোশাক;
গরিবরা রান্নার জন্য মাঠে খোঁজে বেদামি শাক।
ধনীদের চলাফেরা করতে লাগে নতুন গাড়ি;
গরিবরা পায়ে হেটেই কতো মাইল দিচ্ছে পাড়ি।
ধনীরা শরীরে লাগায় বিদেশি কোম্পানির মেকআপ;
গরিবরা অসুখে মরলেও হয় না রোগের চেকআপ।
ধনীদের মূল লক্ষ্য থাকে গড়বে টাকার পাহাড়;
গরিবদের জোটে না দুবেলা দুমুঠো আহার।
ধনীরা বাস করে মস্তবড় রঙিন কোনো ফ্ল্যাটে;
রাস্তাতেই ঘুমায় গরিব, জায়গা হয় না খাটে।
ধনীরা টাকার গরমে মানুষকে মনে করে না মানুষ;
এই সব ধনীরা সত্যিকারের মানুষ না, অমানুষ।
গরিব ছাড়া ধনীদের হয় না কোনো কাজ;
তবে কেনো ধনীরা দেখায় এতো ভাজ?