বাঙলা আমার নিঃশ্বাসে;
বাঙলা আমার বিশ্বাসে।
বাঙলা আমার মাতৃভাষা;
বাঙলা আমার ভালোবাসা।
বাঙলা দিয়ে করি গান;
বাঙলা দিয়ে রাখি মান।
বাঙলা দিয়ে মুখে হাসি;
বাঙলা দিয়ে সুখে ভাসি।
বাঙলা ছাড়া হবো না কবি;
বাঙলা ছাড়া আঁকবো না ছবি।
বাঙলা ছাড়া করবো না সুর;
বাঙলা ছাড়া মানি না সবুর।
বাঙলা আছে মনে প্রাণে;
বাঙলা আছে সুখের ঘ্রাণে।
বাঙলা আছে কৃষকের কাজে;
বাঙলা আছে রমনীর সাজে।
বাঙলা তুমি ঊনিশশো বায়ান্নো;
বাঙলা তুমি স্বাধীনতার স্বপ্ন।
বাঙলা তুমি আমার বিজয়ে;
বাঙলা তুমি আমার হৃদয়ে।