নিয়মিত আমরা সবাই মিলে যাবো স্কুলে;
পড়ার সময় পড়তে আমরা যাবো না ভুলে।
কখনো পড়া ফাঁকি দিয়ে আমরা খেলবো না;
কোনো পরীক্ষায় ফেল আমরা করবো না।
অংক আর ইংরেজি পড়তে মাথা যায় ঘেমে;
তাই বলে পড়তে পড়তে যাবো না থেমে।
পড়া যতো কঠিনই হোক পড়বো মন দিয়ে;
নিজের জ্ঞান সবার মাঝে দেবো বিলিয়ে।
স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা আমাদের গুরুজন;
পরীক্ষায় ভালো রেজাল্ট করবো এই মোদের পণ।
লেখাপড়া ছাড়া কেউই, হতে পারেনি জ্ঞানী;
মনদিয়ে পড়লে, আমরাও হতে পারি বিজ্ঞানী।
লেখাপড়া শিখে আমরা ভালো মানুষ হবো;
দেশের অনিয়ম দূর করে সামনে এগিয়ে যাবো।