হে ধরণী, তোমার শুদ্ধ কোলাহলে
কেন আজ ব্যভিচারীর প্রলয়উল্লাস?
সভ্য এই নগরে কেন পশু সম সব
নর কীটের অবাধ বসবাস?
হবে কি দন্ড তনু হত্যার?
রেলে মাথা দিয়ে মান মিটানো বাবার?
বনানীর সেই মধ্যযুগীয় র্ববরতার?
জয় কি হবে মনুষ্যের কিংবা মানবতার?
আর কত প্রতিক্ষা, কত আশার বাণী?
কোথায় বুদ্ধিবর,পন্ডিত,জ্ঞানীগুণী?
চুপসে কেন তাদের জয়োধ্বনী?
তবে করবেন কি সুরাহা জগৎজানী?