আজি বসন্তলোকে কত’ শত ফুল ফোটে
কত হরিলোকে- কত বন্দনা জুটে।
শিমুলের ডালে ডালে, কৌকিলের মৃদু ঠোটে
সহ্স্র শ্যামের বাণী, শত আনন্দ- স্বপাথে লুটে।
আজি বসন্ত এলো বলে।

প্রভাতিয়া সূর জাগে, দক্ষিণা হাওয়ার তালে
পূলকিত মন আজি, সেই টানে পাল তুলে।
নব পল্লব- নব উল্লাসে, শাখায় শাখায় দোলে
অলিরা আসর করে- ফাগুনের ফুলে ফুলে।
আজি বসন্ত এলো বলে।
আজি বসন্ত এলো বলে।