জেলে,কুমোর,নল, মুন্সী
পদ্মা পাড়ে বাড়ী।
কাজী সাহেব ঘর তুলিছে
দেড় গজি এক হাড়ি।
শেখের ছেলে জাল বূনিছে
ধরবে বোয়াল ঘোলে।
জমির মোল্লা জনম দিছে
আস্ত দুখান ছেলে।
নন্দি খুড়া গাই পূষছে
দই বেচবে বলে।
মধূসুদন পাঠে গেছে
পদ্মা পাড়ের কূলে।
তমিজ মিয়া ঘর তুলেছে
কাঁচা বাশের চালে।
গণি,মণি বীজ বূনেছে
জমি কষছে হালে।
ভাদ্র মাসের উজান স্রোত
পেতে ছিলো আড়ি।
ভাঙ্গন খেলায় উঠলো মাতি
নিলোরে সব কাড়ি।
ভাগ্য দেবের ঘর গেলোরে
অথই জলের তলে।
বিদ্যাখানা গড়িয়ে গেল
নারকেল গুড়ির ছোলে।
বোয়াল ধরার জালখানা ঐ
কাতল ছানার ঝোলে।
জমজ দুখান বাচ্চা পোলা
নেইতো কারো কোলে।
দুধের গাঁই আর দুধ দেবে কী
ভাসছে অথই জলে।
কাজীর বাড়ি ছাইপ্পা গেল
আস্ত মাটির তলে।
ঘর,জমি,ঘটি, বাটি
পদ্মা নিলো সবি।
সাজের খোয়াব ভঙ্গ হলো
ডুবলো জনম রবি।
কে দেবে ঠাঁই? কে দেবে ঘর?
থাকবে কোথায় সব।
খাবে কি আর করবেটা কি?
মুখ ফিরালে রব।