একটি দেয়াল পরিষ্কার করা হচ্ছে!
সজোরে ঘষা হচ্ছে সিরিঞ্জ পেপারে; পলেস্তার
আর মাখানো হচ্ছে সাদা রঙ; শুভ্রতার প্রতীক
শান্তির প্রতীক
যে শান্তির জন্য জীবন দিয়েছে আবু সাঈদ, মুগ্ধ
কি’বা লাখো বাঙালী; যুগান্তরে

সে শান্তির আলিঙ্গনে; একটি দেয়াল পরিষ্কার করা হচ্ছে!
যেথায় লিখা হবে তিনটে রক্তিম বর্ণ
রাঙা সূর্যের ন্যায় জ্বলজ্বলে
রাঙা প্রভাতের ন্যায় আলোকিত
চরম সে প্রতীক্ষা;

একটি দেয়াল পরিষ্কার করা হচ্ছে!
রিকশাচালক; মুটে মজুর
কাস্তে কৃষাণ, লাল শ্রমিক আর পেশাজীবী
অধীর সে অপেক্ষা; অবারিত চাহনি।
লেখা হবে বুঝি- মূল্য হ্রাস; ন্যায় বিচার কি’বা নীতিবাক্য
জ্ঞানবাণী- গগণবাণী!

না! পুঞ্জীভূত জনতার একাগ্র মিলনমেলায়
ছাত্র, ছাত্র, জনতা ও জাগরণী মিলে
উচ্চস্বরে প্রবাহিত তরঙ্গে এসে; লেখা হলো
তিনটে বর্ণ, ত্রয়ীর বার্তা, তেপান্তর ভেদে
“বিপ্লব”