ওরা ফিরবে না আর, ফিরবে না ঐ মুক্তির পাটাতনে;
ওরা ফিরবে না আর, দ্রোহের দিনে মুক্তির জয় গানে ;
ওরা ফিরবে না আর, পাঠশালা হাজার স্বপ্ন নিয়ে ;
ফিরবে না ঐ চায়ের কাপে আড্ডার আয়োজনে ।

ওরা হারিয়ে গেছে রাঙা স্বপ্নের রঙিন দুনিয়ায়;
মুক্ত বাতাস উড়ে যেথা ধূসর সাহারায়;
নীল পাখিরা গায় সেথা গান নির্মম পিয়াসায়;
মুগ্ধের পানি ফোয়ারায় ছুটে শত শহিদের পায়।

ওরা ফিরবে না আর সাঁঝের বেলায়, গোধূলী সন্ধ্যায় ;
যেথা রোজ নিশিতে বুলেট বিঁধে জননীর কলিজায়;
ওরা ফিরবে না আর প্যাডেল পায়ে রক্তিম রাজপথে;
ফিরবে না আর রাঙাপথে মুক্তি মশাল হাতে।

ওরা ফিরবে না আর রংতুলিতে, দেয়ালের লিখনে;
ফিরবে না আর স্বাধীন পতাকায়, স্বদেশের জয়গানে;
ওরা ফিরবে না আর প্লাকার্ড হাতে, সংগ্রামী স্লোগানে;
ফিরবে না ওরা মুক্ত বাতাসে, মুক্তির জয়গানে।

ওরা ফিরবে না আর, ফিরবে না আর- মুক্ত স্বাধীন দেশে;
তোমায় আমায় করতে স্বাধীন জীবন দিলো হেসে।