ইয়া মুহাম্মাদ-ইয়া মুহাম্মাদ, ডাকি বারে বারে
ইয়া মুহাম্মাদ-ইয়া মুহাম্মাদ, সালাম তোমারে (দুই বার)।
সৃষ্ট নূরের শ্রেষ্ঠ আলাম, জানাই তোমায় হাজার সালাম
তোমার তরেই শ্রেষ্ঠ কালাম, জগৎ সংসারে......।
ইয়া মুহাম্মাদ-ইয়া মুহাম্মাদ, ডাকি বারে বারে
ইয়া মুহাম্মাদ-ইয়া মুহাম্মাদ, সালাম তোমারে (দুই বার)।
মদিনার ঐ মরুর মাঝে, শুয়ে আছো ফুলের সাজে
স্মরি তোমায় সকল কাজে, সকাল.....দুপুর- সাঝে।
ইয়া মুহাম্মাদ-ইয়া মুহাম্মাদ, ডাকি বারে বারে
ইয়া মুহাম্মাদ-ইয়া মুহাম্মাদ, সালাম তোমারে (দুই বার)।
নূরে ভরা নূরের নবী, কলবেতে তোমার ছবি
তোমায় পাগল সৃষ্টির সবি- জগৎ-ই তোমার তরে...।
ইয়া মুহাম্মাদ-ইয়া মুহাম্মাদ, ডাকি বারে বারে
ইয়া মুহাম্মাদ-ইয়া মুহাম্মাদ, সালাম তোমারে (দুই বার)।
হাশরের ঐ কঠিন দিনে, পুলসিরাতে তোমায় বিনে
জমজমের ঐ শীতল পিনে, দরুদ তোমার পরে।
ইয়া মুহাম্মাদ-ইয়া মুহাম্মাদ, ডাকি বারে বারে
ইয়া মুহাম্মাদ-ইয়া মুহাম্মাদ, সালাম তোমারে (দুই বার)।
ঘুমে যখন থাকি একা, স্বপনেতে দিও দেখা
দিদারেতে ধন্য হবো, গাইবো তোমার তরে.....
ইয়া মুহাম্মাদ-ইয়া মুহাম্মাদ, ডাকি বারে বারে
ইয়া মুহাম্মাদ-ইয়া মুহাম্মাদ, সালাম তোমারে (দুই বার)।