ভোজন মশাই করবে ভোজন -ডজন খানেক পেঁয়াজ চাই।
বউদি অমন ক্ষেপছে ভীষণ- সদাই পাতি কিচ্ছু নাই।
চালের দামের হালটা বেহাল- লবণটাও যাচ্ছে তাই।
মাছ মাংস যায়না ছোঁয়া করছো তবু খাই খাই?
খালিপেটে ভোজন মশাই গেলো এবার হাটে
তবুও যদি জুটে কিছু থাল- বাসনার পাতে।
ডাল- চালটায় চলবে বুঝি পাবো দু’টো খেতে।
গিন্নি তবু রাগবে আজি আমার কি যায় তাতে?
হুড়হুড়িয়ে -ভিড় ছাড়িয়ে, কিনতে গেলো চাল
দাম ছাড়েনি দোকানিটা-মারলো ছুড়ে তাল।
লংকা গুড়ের বাজার ছ’ড়া, ছাড়ছে আগুন ঝাল।
এহেন দেখে ভোজন মশাই গাল ফুলে লাল লাল।
পেয়াজটা তো আগুন ভীষণ, নূনেও শান্তি নাই
আটার বাজার কাঠফাটা আজ, ডালের বাজার হাই।
আদা-রসুন এলিট বুজি তেলটা কোথায় পাই?
খালি হাতে ফিরলো ভোজন বাজার গরম ভাই।