বিশ্ব মানব ব্যথিত আজ
ললাট চূর্ণ করে।
দোজাহানের মালিক প্রভু
মাফ করো আপনারে।
আজি স্বপেছি সকল পূর্ণ
আমার সকল পাপ।
কোন বিহনে যাবো বলো! প্রভু
তুমি না দিলে মাপ!
ঈর্ষা-হিস্বা যতছিল মোর
করেছি মিথ্যে বড়াই।
ক্ষমতার তরে জিতেছি বিশ্ব
মিথ্যে জেতার লড়াই।
নিশি,নিদ্রা ভূলে অভিরাম
ছুটেছি মোহের ভবে।
পাপের পথে হেটেছি কেবল
অর্থ-স্বার্থের লোভে।
জ্ঞান করে ফের দিব্য শেষে
বুঝিয়া আপন পাপ
চাইছি ক্ষমা তোমার তরে! ।
তুমিই করো মাফ।