এ পৃথিবীর কোথাও শান্তি নেই!
সিরিয়া থেকে সাইবেরিয়া
রোম থেকে রোমানিয়া।
লোকেপূর্ণ লন্ডন; নতুনেভরা নিউইয়র্ক।
কল্পনাপূরী প্যারিস আর শান্তির শহর রোম।
না, কোথাও না।

মৃত্যুর মিছিলে প্রকম্পিত লোকালয়!
মানবদেহগুলীর হিসেব হচ্ছে, লাশের গুনিতকে।
ঘন্টা-মিনিট-সেকেন্ড কিংবা,
কিংবা তারও কম সময়ে।
_কোথাও ব্যস্ততা নেই! নিস্তব্ধ চারিদ্বার।

দোকানিরা ফসরা সাজাচ্ছে,দ্রব্য নয়; লাশের!
সাদা- কালো, সেগুন কাঠের মজবুত কফিন!
দামস্তর নিয়ে মত বিরোধ নেই মোটেও।
সজোরে থমকে গেছে - মূল্যবান ডলার।
_অর্থের আজ কোনোই মূল্য নেই!

মৃত্যু, না ক্ষুদা?
কোনটির প্রায়োরেটি হবে আজ?
না মানবকোষের একাগ্র আন্দোলনে মেনে নেব সকল চাহিদা, সমস্ত আহবান।
কিংবা আর্থিক ক্ষতির হিসেব কষতে বসবো?
বলো, বলো কোনটার অধিকার প্রবল?

পুজিবাদের শহরগুলো, থমকে গেছে।
যুদ্ধ_যুদ্ধ খেলায়মত্ত ধূর্তরা চুপষে গেছে।
ট্রিলিয়ন ডলারের রসদখানা স্তব্দ
ধ্বংসাত্মক রক্তচোষারা নিরুপায়।
এতদিন যারা রক্ত চেয়েছিলো, লাল বর্ণের
আজতো বিনা রক্তে লাশের স্তুপ, সারি-সারি।

তবে কি, এটম,সুখোই, সাবমেরিন, হাইড্রোজেনের
কোনোই মূল্য নেই?
উত্তর একটাই; না না এবং না।
মূল্য কেবল মানবতার
মূল্য কেবল মনুষ্যত্বের।