কোন এক দীপ্ত ফাগুনে; ক্ষিপ্ত হয়ে চেয়েছিলুম
তাহার আখিপানে! শিমুল অথবা পত্রপল্লবের নেশায়।
কি’বা হিমেল আবেশ
না-নাকি কালো কাজল ভরা শুকনো ভ্রকূটি
হাসিভরা হাসি কি’বা নির্মল চাহনির অপেক্ষায়!
এসবের হয়তো দামস্তর নেই; নিক্তিতে মেপে বাজারজাত হয়না।
তবুও অমূল্য বটে।
আজও বসে আছি- সেই বেঞ্চিতে
সেই শিমুল তলায়- পুরনো আবেশ নিয়ে।
একটি ফুল, একই চাহনি - এক টুকরো হাসি।
আর হাসিভরা হাসিতে পুরণো উচ্চারণ
তোমায় ভালোবাসি! প্রিয়
-তোমায় ভালোবাসি।