ওরে ও বঙ্গবাসী! কোথা তোর অট্টহাসি?
কোথা তোর দোতরা দল-সবুজ শ্যামল, - পল্লীগানের পটের বাশিঁ?

কোথা তোর সবুজে দল, কদম-কমল
জোৎস্না ভরা দিঘির ও জল।

কোথা তোর সাঝের মাঝি? -পালতোলা নাঁও
কোথা তোর হিরণ মায়া?- মনভোলা গাঁও।

কোথা তোর বাউল আসর?- পালায় হাশর
মেঘ দৌড়ানো পল্লী কিশোর

কোথা তোর রঙ্গিন ঘুড়ি? -পুতুল চুড়ি
শ্বেত শাড়ীর ঐ চাঁদের বুড়ি।