মাগো, দেখিনি একাত্তর, দেখিনি স্বাধীনতা
দেখিনি আমি হায়নার বর্বরতা।
আমি দেখিনি পঁচিশের কালোরাত,
দেখিনি তো বিজয়ের সেই প্রভাত।
আমি দেখিনি রক্তের গঙ্গা,
আমার ভাইয়ের লাশ, শকুনে খাওয়া মায়ের দেহ, আমিতো দেখিনি!
দেখিনি আমি সারি সারি গণকবর, পুরানো সেই বাড়িঘর।
রণাঙ্গনের সেই দিনগুলি, তাওতো দেখিনি।
দেখিনি আমি রেসকোর্সের তপ্ত ভাষণ, বিজয়ের মহাবাণী।
কালুরঘাটের সেই স্বাধীনতার ঘোষণা, তাওতো দেখিনি।
দেখিনি আমি বৃদ্ধার নীরবতা, শিশুর কান্না, যুবতীর হাহাকার
কৃষাণীর মলিন চোখ, বিজয়ের সেই দিনগুলি।
যেথায় পাক-হানাদার করেছিল সমর্পণ, বাঙালির কাছে
সেটাওতো মাগো দেখিনি!!
হাজারো কবির কণ্ঠে যেথায় বেজেছিল বিজয়ের বাণী
বাংলার গানে গানে, মহাপ্রাণে, জেগেছিল দোলা ভেবেছিল সবে
এ বুঝি স্বাধীনতা তবে!
যার মূল্য দিতে হলো রক্তের দামে।
তবে এটাই কি স্বাধীনতা?