এখন ফাগুন নয়!
ফুল নেই! সুবাস নেই! পাপড়ি নেই!
দক্ষিণা বাতাস নেই!
বসন্তের বন্দনা নেই!
শিমুলের রাঙ্গা রং নেই!
কোকিলের কুহুতান নেই!
ঝরা পাতার শব্দ নেই!
তুমি এলে!
লাল গোলাপের আভা হয়ে
বসন্তের ঝরা পাতায়।
শুকনো পাতার মুরমুরে ভেসে এলো বসন্তের আগমনী গান
দক্ষিনা হাওয়ায় ভেসে এলো কুহুতান
সমস্বরে গাইতে লাগলো সহস্র কোকিল।
স্বাগত তোমাকে
তোমারই আঙিনায়
যেথায় তোমার চিরবসতি।
আলিঙ্গন করো, আলিঙ্গন করো!
সমস্বরে কবুল করো শান্তির স্রোতধারাকে।