এত শত জনতলে
জনতার বলি হলে
জনরোল জনবলে
জাতীয়তা ভুলে গেলে?
স্বজাতির কলেবরে
একি দেখি কাণ্ড!
সাঝবেলা বিপ্লবে
স্বজাতি কি ভণ্ড?
ভণ্ডের কোলাহলে কলেবর বাড়ালে
ক্ষমতার দম্ভে হারাবে কি আড়ালে?
আড়ালে থেকে তবে দিক-দিশা ছাড়ালে
ভুল কি হবে তবে জনতা পারালে?
বিপ্লব মিছিলে তুমিও কি গেছিলে?
জনতার যাঁতাকলে তুমিও কি পিছিলে?
পাটাতনে বেধে দেশ!
তুমি বলো জিন্দাবাদ
পরবাদে ফুলকিত
পরবাদ নিন্দাবাদ।