দ্যাখো! ফুটপাতে শুয়ে আছে, হাজারো হকার
পিঠপেতে শুয়ে গেছে, বাস হেলপার।
মুচি ভাই শুতে চায়, ছাদনা তলে
কত ছেলে পড়ে আছে, গাছেরও তলে।
রোদে পুড়ে ঘামে ভিজে, রিকশাচালক
রাত্তিরে শুতে চায়, একটি পলক।
ভ্যানি আজ শুয়ে গেছে মাদুর পেতে
কত চাষি পড়ে আছে ধানি জমিতে।
ডাস্টবিনে পড়ে দ্যাখো, হাজারো টোকাই
ভিখারীটাও আজ শুধু করে, খাই খাই।
মা-বাবা নেই বলে অনাথ ছেলে
দু-মুঠো অন্ন কী ঝুটে কপালে?
হাজারো ছিন্নমূল, রাস্তার ধারে
না খেয়ে, না পরে, মরে আহারে।
দেশ জুড়ে কেউ থাকে ফাঁকা আলিশানে
কেউ বা টাকা ছাড়ে বিনা প্রয়োজনে।
সবার জন্য চাই সম-অধিকার
ছিন্নমূলে চাই একখানা ঘর।