আমি গানের কথা বলি না
-কিংবা প্রাণের কথা
উচ্ছ্বাস-উল্লাসে ফেটে পড়ি না
এই বিদীর্ণ বঙ্গে।
কেউ যদি স্বাধীনতা দিত! -কিংবা মৃত্যু ॥
শিকলে বাধা পিঞ্জর আমার- অসাঢ় হয়ে গেছে
তেজোদীপ্ত স্বর বিদীর্ণ প্রায়।
বাকেশ্বরে চিড় ধরেছে, সীমায় পড়েছে তেজ ।
কেউ যদি স্বাধীনতা দিত! -কিংবা মৃত্যু ॥
মৃত্যুই তো ঢের স্বাধীন!
বাধাঁহীন মহাশূন্যে বিচরণ,
কিংবা নভো নক্ষত্রে উঁকিঝুকি
স্বশব্দে বিলাস-উচ্চ আওয়াজে হাকডাক॥
সেথায় বাধা দেবে না কেউ।
-লালসা নেই, বিবাদ নেই
প্রাণহীন দেহবতার রয়েছে- সঙ্গদেবে।
লালস গ্রহে সকলে বন্ধি লালস লাভায়
কেউ যদি মুক্তি দিত! কিংবা মৃত্যু ॥