শুভ্রিত নিলের সোনালি লগন
এসেছে মাগো ধরায়,
ফাল্গুনি ওই অগ্নি চক্ষু ঢালবে কি
তাতে? পুডবে কি তাহা খরায়?
ঢেলেছে তাতে জল, দিয়াছে যত বল
নিড়িয়াছে কতো কল রাত-প্রভাতে,
যাহা আছে সবই দিল, ধরণি যে সব নিলো
চাষি ভাই তবু বলে ক্ষতি কি তাতে?
ভারা ভারা হবে ধান সোনালি ক্ষেতে
ঘর-দোর, বাহুডোর উঠবে মেতে।
গানের জলসা হবে, পানের পসরা হবে
খইটই ভাজা হবে তাতে।
কত কি আশা করছে চাষা
জুড়িয়া দু-চোখ ভরি,
চাষার স্বপ্ন, স্বপ্ন মাত্র
নয়রে আহামরি।
জ্বলছে তাতে, ভিজছে তাতে দিবা রাত্র ভরি
দেয়ার মতো আর কিছু নাই,নাই কোন জুড়ি।
আসিলো ফাগুন, ক্ষরার আগুন,
পুড়লো সবুজ যা
চাষার স্বপ্ন, স্বপ্ন রইল,
মিটিলো না রে তা।