আজকে না হয় যারে চলে করিসনে মুখ ম্লান
রোজ প্রভাতে শুনবো না হয় সন্ধ্যা বেলার গান।
রংতুলিতে আঁকবো না হয় ঝর্ণাধারার ছবি
ঝর্ণাধারার ফোটায় ফোটায় মলিন হয়ে র'বি।
সকাল বেলার রৌদ হবি তুই ছুয়ে দিবি ঘা।
এই বেলাতে বাদল হয়ে আমায় ছেড়ে যা।
মেঘের উপর কস্ট হয়ে ঝরবি মেঘে মেঘে।
বিজলি হয়ে পুডিয়ে যা'স একটুখানি রেগে।