গণতন্ত্র! কোথায় তুমি?
এথেন্স কি’বা গ্রেট ব্রিটেনে?
নাকি দাফন হয়েছো
লিংকনের গোরস্থানে?
সাম্য! তুমি কী লেলিনের
সমাধীতে স্তব্ধ?
নাকি রুশোর চিতার
নির্মম অগ্নিতে হয়েছো দগ্ধ?
সুশাসন! সেতো রাষ্ট্রজ্ঞানের
নথি ভারি করা কালো অক্ষরের বূনট মাত্র
গুমের ভ্রুম, মানুষ খুন হচ্ছে যত্রতত্র।
সুনীতি! সেতো রাজনীতির হাতিয়ার
নীতির আয়না সামনে ধরে নিজের স্বার্থই পার।
ন্যায় বিচার! বিলীণ হয়েছে
তনুর হাড়ের মতো ।
সাগর, রুণি পায়নি বিচার
শুকায়নি তো খাদিজার ক্ষত।
অধিকার! সেতো পাবে এলিট সমাজ
নিক সব তারা লুটে।
রাঘব বোয়াল পকেটে তাদের
সব কিনেছে নোটে।