রঙিন সে পোশাক!
দেহাংশে জড়িয়ে ছিল আড়ষ্ট হয়ে
মলিন ও মৌনতায়
যার উঞ্চতায় শীতল হত হৎপিন্ড ও ধমনি
শীরায় সঞ্চার হত জাগতিক মৌহ ও মৌনতা
সে এক রঙ্গিন পোশাক।