একটি ঝরা পাতা
পড়ে আছে আমারি আঙিনায়
শুকনো, লালচে; মুরমুরে অথবা ফ্যাকাশে
চেয়ে আছে আমারি পানে
অবলোকে ফ্যালফ্যালে! নি:শব্দে
-একটি ঝরা পাতা!

সে বলতে চায়; তীব্র আওয়াজে!
যেন কেঁপে উঠে; দিব্যলোক
প্রাণহীন জড়; যেন অবলীলায় বলে
ঢের যত অভিযোগ; একটি বাক্যে
-একটি ঝরা পাতা

সে আমার কানে ফিসফিস করে বলে
সহস্র বেদনার বাণী
বলে; তার প্রাণময় জীবন গাথা
সুন্দর সময়ের কথা, জীবন বন্দনার কথা; সানন্দে!
-একটি ঝরা পাতা!

এখন সে একা; ভীষণ একা
প্রাণহীন,কৃশকায়;  নির্জীব কি’বা আষাঢ়
অথচ; অথচ একদিন
হাওয়ার বেগে সঞ্চার হত তারই প্রাণ
দক্ষিণা পবনের চঞ্চলতায়,
এখন সে প্রাণহীন; মৃত
-একটি ঝরা পাতা!