উজ্জ্বল ধরণীর ঝাঁঝালো আলোতেও মাঝে মাঝে ফিকে পড়ে
গৌধূলীর আবছা আলোয় ছেয়ে যায় মলিন মুখখানি।
কখনো অন্ধকার নামে- হৃদয় গহীনে।
ম্লান হয়ে যায় -প্রস্ফুরিত হৃদয়খানি।
নিথর হয়ে স্পন্দন করে মৃত ফুসফুস।
তবুও আলোর পিছনে ছুটে চলে অন্ধকার- ঘোর অন্ধকার।
সাদা কালোর খেলা চলে, রঙ-বেরঙ্গের খেলা
কখনো উন্মাদনা আসে, কখনো বা ক্লান্তি।
কখনো উচ্ছ্বাসে ভরে উঠে, কখনো বা শান্তি।
তবুও মাঝে মাঝে থেমে যায় আশা
বিলাসে ভর করে, আকাঙ্খা-অপ্রাপ্তি।
তবুও বারে বারে থেমে যায়- আবেগের ঘোর।