দিক হতে দিক আয়’রে ছুটে-বিশ্ব মুসলমান
বাবরীতে কালের থাবা-দিল্লির ফরমান
গজনী হতে আয়’রে ছুটে-সুলতান মাহমুদ
আঠারো শরে সিন্ধু করাল- পাপীর মৃত্যুদূত।
আরব হতে কাসেম আসুক, তৈমুর আসুক ফিরে
তৌহিদীরা ত্যাজিয়া উঠো জালিম ভারত ঘিরে।
ফারগানার ঐ ছোট্ট বাবর থাকতো যদি আজ
কামান তোপে চূর্ণ করতো দিল্লির সব তাজ।
শেরশাহের ঐ সরাইখানায় বিষ ঢেলেছে ওরা
সাজাহানের শান কেড়েছে ভাঙ্গছে শাণের তরা।
ওয়াইসি আজ দেমচা নাচে, আরব গালফ ও বসে
পশ্চিমারা নাচায় মোদের, রাষ্ট্রসংজ্ঞ হাসে।