বাতাসে বারুদ গন্ধ, ওঁৎ পেতে লোভী চোখে
দরজায় অপেক্ষায় ক্ষুধিত হিংস্র ভিখারী
রুগ্ন হার পাঁজরে দাঁত নখ লুকানো
অসম্ভব ধূর্ত হায়েনা - !
টুকরো টাকরা মাংসের লোভে এখানে ওখানে
উড়ছে কাক উঠছে চিল -
নীচে গায়ে মাথায় রং করা মানুষ
থরে থরে চাপাচাপি করে গাদাগাদি বসে থাকা দীর্ণ মানুষ,
হাড় পাঁজরা বার করা অজস্র রুগ্ন ভুখা মানুষ,
দাড়িঅলা, মাকুন্দ, শিশু বৃদ্ধ গর্ভিনী
বড় ছোট সব-তরফি মানুষের বাচ্চারা
ছোট ছোট খেলনার বাড়ি - খেত খামার, দোকান পাট, হাট বাজার
পোকা মাকড় - আর
ছোট ছোট স্বপ্নের বুদ্বুদের মতো মানুষ
অভাবী শূন্য হারিয়ে যাওয়া চাউনির আদমের ছানারা
বেচারী ভবিষ্যতের ভয়ে শুকিয়ে যাওয়া
অজস্র পোকা মাকড় আর আদমের বেচারি ছানারা !
বাতাসে বারুদ গন্ধ, ওঁৎ পেতে লোভী চোখে
দরজায় অপেক্ষায় ক্ষুধিত হিংস্র ভিখারী
রুগ্ন হার পাঁজরে দাঁত নখ লুকানো
অসম্ভব ধূর্ত হায়েনা -
টুকরো টাকরা মাংসের লোভে উড়ছে কাক, উড়ছে চিল, উড়ছে লোভ !