১। তিন তাক
ধিন তেরে কেটে তিন তাক
দুঃখের দিন কেটে যাক
আগুন লেগেছে বাজারে এখন
বাজারের দিকে মৎ যা !
ধিন ধিন তাক ধিন না !
শুকনো জ্ঞান দেবেন না,
তার চেয়ে বরং দয়া করে আজ
পাওনা টাকাটা দিন না !
২। প্রেমে পড়েছিস ?
প্রেমে পড়েছিস ?
ফের মরেছিস !
চোখের কলসি
ফের ভরেছিস!
ভেবে ওয়েসিস
ছুটে দিবানিশি
তেষ্টায় -
মরীচিকা ধরেছিস !
৩। ছড়ার দিনে
ছড়ার দিনে
সরজমিনে
দুলছে ছড়া
ঝুলছে ছড়া
পড়লে ছড়া,
শুনছে পাড়া,
আঙ্গুল গুনে
নিচ্ছে চিনে,
ছন্দে মাপা
খেয়াল খ্যাপা
ছড়ার ছন্দ
কি আনন্দ !
ধরছে পড়া
কবির পাড়া
চেঁচায় কানে
রাত্রি দিনে,
নি'আয় ছড়া
ছন্দ ভরা
ছন্দ কোথায়
লেখ কবিতায় -
ছন্দ বিনে
আর বাঁচিনে !