ঋণ স্বীকার: কবি শঙ্খ ঘোষের কবিতা অনুসারী কবিতাটি, তবে একটু আলাদা।
দুঃখের মত দুঃখ দেওয়া "তেমন কিন্তু সহজ নয়"!
কেউ যে তেমন দুঃখ দেবে, সে জন পাওয়া সহজ নয়।
সুখের নৌকা দুখের হালে চোখের জলে ভাসবে কি
তেমন ভাল দুঃখ দেবে সে দুখ কাছে আসবে কি
অনেক পুড়লে আর পোড়াবে সে পোড়ানো সহজ নয়
ছাই জ্বালিয়ে আতশবাজি, করবে রাজি সহজ নয়
দুখের মত দুঃখ কিছু সুখের মাপে মন জ্বালায়
দুখ সাগরে মুক্তো খুঁজে লবণ জলে বুক ভরায়
কেউ যে তেমন দুখ চেনাবে, সে দুখ তেমন সহজ নয়
কেউ যে তেমন দুঃখ দেবে, সে সুখ এমন সহজ নয়।
ভাল থাকার ভাল রাখার ভালবাসা সহজ নয়
ভালোবেসে দুঃখ দেবে, তেমন কিন্তু সহজ নয়।
কেউ যে তেমন বাসবে ভাল, সে জন পাওয়া সহজ নয়,
দুখের মত দুঃখ দেওয়া তেমন কিন্তু সহজ নয়
তুমি আমায় দুখ সাগরে ঠেলবে তেমন সহজ নয়
ছাই জ্বালিয়ে আতশবাজির রঙ্গ দেখা সহজ নয়
দুখের মাপে সুখ চেনাবে সে দুখ দেওয়া তোমার নয়
পুড়িয়ে হিয়া জ্বালবে দিয়া তেমন কিন্তু সহজ নয়।