সকাল সন্ধ্যা, বন্ধ্যা জীবন, মন্দ কাজের ভিড়ে,
অন্ধকারের দ্বন্দ্বে কেবল ছন্দ পতন ঘিরে
জীবন যখন ফেরায় তোমার চরণগুলি থাকে,
খুব চেনা এই অচিনপুরের নষ্টপথের বাঁকে
সবাই যখন হাত ছেড়ে দেয়, দেয়াল ঘিরে রাখে
তোমার বাঁশি বন্ধু শুধু, খেয়াল সেই তো রাখে
মনের যত ব্যথার কুসুম, তোমার পায়ের নিচে
উঠল ফুটে তোমার মধুর বাণীর পিছে পিছে।
বন্ধু তুমি, সখা তুমি, তুমি প্রাণের কবি,
আকাশ ছোঁয়া, আকাশ ছাওয়া, আনন্দময় রবি।