অসম্ভব তিলক কামদ হয়ে থাকো কিছুক্ষণ, পৃ - পরা -
কিছু'খন, যখন অভিধানে তুমি ছাড়া কিছু নেই
কোনো শব্দ নেই - এমনকি  ফুল পাখি গান তাও, এই মন
থাকো জুড়ে, অদেখা ভ্যাগ্যের মত, সেই
রূপকথা সত্যি হলো হয়ে
তোমাকে আকাশ ডেকে চমকিয়ে হটাৎ অবাক
দেখি আরো কিছুক্ষন, সময়ের ধুকপুক বয়ে  
প্রখর দহন রাত্রে বৃষ্টির মতো হাজার ফোঁটায়,
নরম আকাশপথ বেয়ে - উন্মাদিনী -
থাকো, থেকে যাও, অসম্ভব সুন্দর শ্যাম কল্যানী হয়ে, এই মন  
কলাবতী, সোহিনী অথবা ইমন
তার পর যেও -   হয়তো কবিতাটি হবে সারারাত,
যেন কোনো শব্দ নেই বুকে  !
বিলম্বিত বর্ণহীন ভালোবাসা হয়ে
একফোঁটা জল হয়ে - তেকোনা চিবুকে,
থেকে যাও আরো কিছুক্ষন
পৃ- পরা - সম্মোহিনী রাত জুড়ে জল ঝরা বৃষ্টির মতন
কিছু ছুঁয়ে - কিছুটা না ছুঁয়ে - থেকে যাও, মনমোহিনী - তিলক কামদ
তারপর - ভোরের বাতাস হয়ে ভৈরবী যোগিনী -
পশ্চিমে মিলিয়ে যেও - আরো - আরো পশ্চিমে
পশ্চিমের ভোর আমি কোনোদিনই চাইবো না -
থেকে যাও, আরো কিছুক্ষন,
পৃ - পরা,  - আমার অসম্ভব অদ্ভুত প্রেম !