ধিন তিনাক ধিন ধিন
নেচে নাও দিন দুই তিন
মানিব্যাগ খালি হয়ে গেলে  
সোজা সটকান দিন -

ইউটিউবেই বেবি স্মার্ট
এক্স জুড়ে শুধু হেব্বি আর্ট
মুখবই জুড়ে হৈ চৈ
ভরে দেব শপিং কার্ট

কবি তো লিখছি কত কবিতা
যা লিখি এক্কেবারে ছবি তা
না পরেই ছুঁড়ে ফেলে পথে
ও পাড়ার সেকসি ববিতা !

দূর ছাই প্রেম টেম মিছে
পাগলে কয় তো কত কি যে
এই তো পরশু অবধি
কত জন ঘুরে গেল পিছে

আমাজন কি মাজন ব্যাচে !
বুড়ো দাঁতে পাকা পোকা নাচে -
ম্যানহাটনের ভূত হাঁটে
উদুম মেকাপে মারপ্যাঁচে  !

প্রেম করো - কি ব্যাপক প্যাশন
হিট হলে - পিকচার মোশন
লেজটা গোবরে মেখে গেলে
চপে চুল, পোকা কাটা বেসন

হাতে নিয়ে ভিক্ষার বাটি
কে রে তুই কাঁদিস প্যাঁকাটি
পুরোনো প্রেমিক ? তাই বুঝি
হয়ে গেছে ভিটে মাটি চাটি ?

আমাদের সময়ই আলাদা
সব কিছু নিয়মেতে বাঁধা
ক্লাসে ফার্স্ট, ফুটবলে পিকে
রূপে গুনে উত্তম দাদা !

প্রেম শেষ, বেশ হলো রঙ্গ
জিতে গেলে শালার-এ-জঙ্গ !
আমরণ আমরস খাবি
করিস না আর রসভঙ্গ !

মাখোমাখো প্রেম হলে মাখো,
আহ্লাদে আটখানা থাকো
সাতপাকে বাঁধাছাঁদা হলে
সংসার কাকে বলে দ্যাখো !