আমাদের দেশে হবে সেই ছেলে কবে
ভোটের ধান্ধা ছেড়ে দেশকে দেখিবে
মুখে হাসি, হাতে বেত, তেজে ভরা মন
রাজ্যের চোর ধরা হবে যার পণ
ঘুষখোর, বুড়ো ভাম ধর্ষক পেলে
ছাল তুলে নুন ঘষে ভরে দেবে জেলে
ভয়ে যারা গুরু যত রামরহিমেরা
টানবে জেলের ঘানি ছেড়ে দিয়ে ডেরা
বসে আছি দেশে হবে সেই ছেলে কবে -
ন্যাতা, দাগী গুরুদের ধরে চাবকাবে !
লোভের পাহাড় নিয়ে শয়তানি নোলা -
বেহায়া দু কান কাটা, ধুতি কাছা খোলা !
সেই ছেলে কবে এসে আইন বানাবে
দলেদলে চোরেদের ঘানি সে টানাবে !
ধর্মের ধামাধারী যত কুলাঙ্গার
ত্রাহি ত্রাহি ডাক ছেড়ে হবে পগার পার !
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
ইবলিশের বাচ্ছাদের আচ্ছাসে ঠ্যাঙাবে !
মনে প্রাণে করো সবে, এমন যাচনা
আসুক সে ছেলে আজ করি প্রার্থনা !
এটি একটি বিখ্যাত কবিতার প্যারোডি - কবি কুসুমকুমারী দাশের "আদর্শ ছেলে" কবিতাটির প্যারোডি - যদিও বিদ্রুপাত্মক ও মজা করে লেখা - কিন্তু সত্যিকথা যে অনেকাংশেই কবিতাটির মতই আমাদের প্রার্থনা !
সাথে সাথে কবি শঙ্খজিতের প্রতি কৃতজ্ঞ রইলাম- কারণ ওনার আজকের একটি কবিতার প্রতিক্রিয়ায় লেখা এটি !