মেঘের খাতায় সময় রেখে জমা
ঝমঝমিয়ে অনেক ভেজা চিঠি -
ভিজলে ভিজুক চাইবো নাক ক্ষমা,  
টাঙ্গাই হাসি, ব্যাপার কিন্তু কঠিন !

চিবুক জুড়ে খুন খারাবী টোল
পাগলা আমি তোর তাতে কি ক্ষতি !
দর দেউলে তোর খেয়ালি দোল
গলির বর্ষা একঠায় দুর্গতি !

বাতাস জুড়ে শিউলি ফুলের গন্ধে
মনজুড়ে সেই মন খারাপের বেলা  
হঠাৎ কোনো ভুল আঙুলের ছন্দে
খেলিস না হয় মিসড কলেরই খেলা !

আমার পুজো কাটুক এমন সোজা
তোর পুজো হোক অন্য রকম ভাবে
ঢাকের সাথে অন্য বন্ধু খোঁজা  
কান্না পেলে আকাশ খুঁজো তবে !

আয়না ভাঙলে জলের ওপর রাগ
জল শুকালে শুকনো ঠোঁটে কষ্ট
ঠোঁটের নীচে লুকিয়ে তোর নাম
দেখনহাসি আহ্লাদী, কেউ নষ্ট !



পুনশ্চ : আগে কখনো লেখা লিমেরিক হিসেবে প্রকাশিত চারটি পুরোনো লাইন নিয়ে এই লেখাটি সম্পূর্ণ হলো !