দুই এককে এক যদি এক দুগুনে দুই
উড়লে ঘুড়ি তোর আকাশে চৌকি চেপে শুই
কাটলে ঘুড়ি জারিজুরি বুককাঠি কাঁপকাঠি
বেবাক নিলাম, হাওয়ার পিঠে তেল মাখানো লাঠি !

দোনোমোনো আবার দ্যাখো মাঞ্জাতে দিস শান
পানপাতার ওই মেঘে খুঁজিস পুষ্পধনুর বান !
বাড়িয়ে মনের তেকোন কাঠি, আকাশকোণে উঁকি
সামলে রাখিস চাঁদিয়াল তোর বিদঘুটে ধুকপুকি !

সাত সতেরো মনের গেরো ভালোবাসার ঘুড়ি
আকাশ ছাওয়া পাগল হাওয়া মেঘের কারিকুরি
জানবি কখন ঘুরছে রে মন হাওয়ায় ওড়াস যদি,
মেঘের মাদল, অকাল বাদল, ভিজে মনের হদিস !

সাত পাঁচে মন প্যাঁচায় যখন ঘুড়ির আকাশ ঘোলা
পাকায় সুতো হাজার ছুতোয় হিয়ায় নাগরদোলা !
প্যাঁচ পয়জার লাটাই কে কার ভোকাট্টা বৈরাগী
পাগল বাতাস কি ভয় ধরাস পেটকাটি এক রাগী !

উনিশটি বার পগারটি পার ঘায়েল ঘুড়ির ঘাড় -
বৈদ্যবাটির হাওয়ায় চটি, পাত কেন সংসার !
ভাঙা লাটাই সুতো গোটাই, গোটাও হে পাততাড়ি -
উড়বি যদি সামলে রাখিস ফটিক জলের ঝুড়ি