মন ভালো নেই
মন ভালো নেই দুখিরামের সুখীর মেলায়
কখন কোথায় হারিয়ে গেছে অবহেলায়
সুখের কড়ি জাদুর ছড়ি ধুলো খেলায়
দিনের শেষে জমলো কিছু মাটির ঢেলা  
  
মন ভালো নেই
মন ভালো নেই আত্মারামের জীবনপুরে
বন্ধুর হাত হারায় হঠাৎ ছিটকে দূরে  
বেভুল করা মন খারাপের বাঁশির সুরে
গোলক ধাঁধায় এই অবেলায় মরছি ঘুরে !

মন ভালো নেই
মন ভালো নেই একলা মানিক যখন হাঁটে
কসাই পাড়ায়, ছুরি শানায়, ঝলসে ওঠে,
মানিক মশাই নিজেই নিজের কলজে কাটে
নেকড়ে শেয়াল ঘিরে বিষম রক্ত চাটে।

মন ভালো নেই
মন ভালো নেই, মন্দ ভালোর এই নাটকে  
ভালোগুলো বন্ধ কোথায়, কোন ফাটকে  
মন্দগুলোই সাপের মতো লুকিয়ে থাকে
একপেশে এই নাটকটাকে কেই বা লেখে !    

মন ভালো নেই
মন ভালো নেই, বলতে পারিস অবাক জীবন,
হাত ফস্কে পড়লো কোথায় অরূপরতন
বলতে পারিস কোথায় পাবো হারানো ধন,
কি করলে তুই হাসবি আবার -আমার এ মন ?