মেঘে মেঘে বেলা
মেঘের কি কিছু নিজস্ব জ্বালা আছে ! বরিষণ না হলে আরো -
হালকা সুখের বাষ্প, সে আর বেশী কি -
জমিয়ে রেখোনা মেঘ, বাজে অভ্যাসে কি ভীষণ ভারী হতে পারো -
কেননা কখনো আকাশ দেখেছি আনমনে,
কি ভীষণ অসহায় ক্ষনে, বিস্মিত -
আলতো স্মৃতির মতো, আমার একলা রাত
পায়ে পায়ে দ'লে যাও,
অনায়াস নিবিড় মন্থনে
ভালোবাসা, বেশি ভালো, ভালো তো হয়নি কখনো !
দেউলিয়া দেয়ালের নিলামে কি দিলাম কি জানো !
সময় তো চলে যায় - রেখে যায় চিরে যাওয়া সুখ -
প্রেম কেন পুড়ে গেলে - পড়ে থাকে বিষণ্ণ অসুখ
ভালোবাসা ভালো নয়, ভালো নয় কিছু
ফেরতের আশা নেই - তামাদি ঋণের তমসুক !
বিবাগী আকাশ ছেয়ে মেঘে মেঘে একলা সংবাদ
একাই বাদী, বিবাদী, বিচারক, বাদ বিসম্বাদ,
অনেক প্রশ্নে ঘেরা, অঝোর জলের জেরা, রায় জানা মামলা বিশেষ
ভালোবাসা ভালো নয়, দাহ্য, বিভাজ্য নয়,
ভাগফল নেই কিছু - সবই ভাগশেষ !
লালটেম
পশ্চিমের জানলায় বেশ কিছুক্ষন সুখ বসে ছিল আজ
মাথা কিনে নিয়েছিল বলে - দুঃখের মতন বিলাসী অবসরপ্রাপ্ত
অকাজের সস্তা ঢেঁকি ডেকে তাড়ালাম !
হাওয়ার কাজ কিছু কম আজকাল -
চেয়েচিন্তে অভাবের সংসার- সুখ এসে ফুসলায়
সস্তার ভাঙা সাইকেলে চলন্তিকা ব্যাকরণ - বহুত পুরোনো
লড়ঝড়ে নবীন বরণ বাবু - হাওয়াই চপ্পলে -
দশটাকা সাদেকের আতরে রমরম
মতিনের অন্ধ বোন অথবা অন্ধ মতিনের বোন
পাঁচিলের দিকে ডেকে ফেলে সরি বলে হেসে ফটফট
হাওয়াই চপ্পলে - অভাবের দামী জানলায় সেইক্ষণে
বেশ কিছুক্ষন পা ঝুলিয়ে সুখ বসে ছিল আজ