পলকে সুখের শ্বাস, ইতিহাস, গড়ে রাখে জেনে নিও,
পৃ, পরা, আহ্লাদের সুরে ভরা আনন্দী নুপুর -
বোঁজা চোখ ধরে রাখে অনন্ত সৃষ্টির ছবি রেখে দিও
আশা আর মগ্ন কিছু লগ্ন ভরা বিবাগী দুপুর - !
এখন দুঃখের চাকে, স্মৃতি আর আনন্দের অমৃত উঠে আসে
প্রতি শ্বাসে,
অন্যায্য আগ্রহে মাতে ব্যস্ত সমিধে গাঁথা তারাদল,
অন্যায্য সুখের দাবি, উঠে আসে বুকের ভেতর
প্রতিপল
বাতাসে বারুদ আর আগুনের আঁচে রক্তজল
খুঁজে খুঁজে নেয় আমাদের একসাথে ওড়ানোর
সুখের দাবির রঙে রাঙানো আঁচল !

পৃ, পরান্ময়ী, কখনো তো জেনো,
মেঘেদের পাগলামী আকাশের তল
তোমার অমৃতভূমে আমার ওষ্ঠ কেন উন্মাদ পাগল !