কুমীর তোমার কান্না দেখেছি !
কুমীর তোমার জলকে নেমেছি !
ওদের খোকাও কাঁদে খিদের ঝোঁকে -  
দু খান তোমার জন্যে রেখেছি !

ওদের পাড়ায় কোঁদল তাতে কি -
ওর আঙ্গনে নিঃশেষ হাতে কি -
আমার খোকার হাতে তো চাঁদ আছে
কুমীর তোমার জলকে বেঁধেছি !

চোখের পাতায় দোকান আঁটা ভাই
চোখের জলের বিক্রি বাট্টা চাই
খিদের আবার সকাল দুপুর কি
কুমীর তোমার জলের মাথায় ছিঃ !

কুমীর দেখো খাঁটি গরুর ঘি
মন সাতেকই পুড়িয়ে ফেলেছি
এবার রাধা নাচাও তো বেশ করে
কুমীর তোমার আসল ধান্দা কি !

তেলা মাথায় রক্তকুসুম তেল
দেখ বাবাজি দেখবি কেমন খেল
জলও না দিই, স্থলও না দিই তবে,
কুমীর তুমি আমায় খাবে কি ?