অনেকটা কথার মতোই
আর কতদূরে স্বপ্নের শিমুল
আমাদের চোখের পাতার নীচে
জমে থাকে শুকনো না দেওয়া চুম্বনগুলো,
ডিহাইড্রেশনে অনেক অনেক জল বয়ে গেলো
অনেক গুরুতর মামলার না করা ফয়সালা
রাজ্যের ছুঁয়াছুঁয়ি বাতিক আর পাপেরা
সর্বদা কালো নয় নিশ্চয়ই -
আমি আজকাল আকাশ ব্যতিক্রমী,
দ্যাখো কথারা ওড়ে কাপাসের সাথে
না বলা কিংবা না শোনা
তুলট কাগজের চল নেই আজকাল
- নরম নরমে সবই - তাই সই
কিন্তু কতদূরে ফয়সালা দেখা যাবে
হাতের নাগাল ফেলে উড়ে উড়ে যায় - কথার কথারা,
না বলা, না শোনা -
অনেক উঁচুতে আরো কিছু কালো ডট ডট- চিল -
কেউই ওদের ব্যাপারটা ঠিক বুঝলোনা !