অযুত হাজার কোটি অগ্নিহোত্রী ছুঁয়ে
কি অক্লেশে সাজিয়েছো খেলাঘর,
জ্বেলেছ ঘিয়ের বাতি,
অধির অস্থির শিখা, স্বাদ নেয় পুড়ে যাওয়া জিভের ওপর,
ত্রস্ত হাতে খুঁজে নেয় অমৃতের লেবেল আঁটা তীব্র হলাহল,
চেটে খায় বেদনার্ত ক্ষিন্ন চরাচর,
বাজি ধরে দেনা করে বেঁচে থাকা ইচ্ছে সম্বল!

এইমাত্র, আর কিছু নয়
তবে কেন এত ডুব, মুগ্ধ স্রোত উপচানো উপচার,
অবারিত যেচে আসা উপহার হারাবার অন্তহীন ভয়,
তবু যদি কেউ থাকো লিখে রেখো অমৃতের বানী
লিখে রেখো, কল্পজুড়ে সৃষ্টির এ অদ্ভুত কাহিনী,
আমি আছি, তুমি আছো তাই নিয়ে সৃষ্টির এ আজব কল্পনা,
কেননা, নায়ক না হলে কোনো উপন্যাস নেই,
কাহিনী না হলে এ কোনো সৃষ্টি বা গল্প না।