কখনও মেঘ তুমি,
নাগাল পেরিয়ে, আগল ভাঙ্গা নিরুদ্দেশ,
অন্য আল্পনা, অন্য কোনো দেশে
জল্পনার অবশেষ।
কখনও মেঘ তুমি,
আকাশে কালিন্দী
সঘন বিবশ কবি কথা,
কখনও মেঘ তুমি
ব্যাপক নিরুদেশ
মাথাই নেই তো মাথা ব্যাথা।
কখনও মেঘ তুমি
মনখারাপের বেলা,
মেঘবালিকা হতে পারো
হঠাৎ অকারণে আকাশ ছেয়ে তুমি
নিজেকে চাইতেই পারো
আগল টুটে তুমি
পাগলী বৃষ্টি,
অঝোরে ঝরতেই পারো
কখনও মন ভালো
থাকলে একবার
আমাকে ডাকতেই পারো।