মানুষ হাসে মানুষ কাঁদে, ভালোও বাসে, গানও গায়,
মানুষই এক আজব জন্তু, অঢেল থাকতে, তার আরো চাই !

দুঃখী মানুষ সুখী মানুষ আধা মানুষ আর গোটা মানুষ
ধনী গরিব মানী মানুষ, রোগী যোগী ভোগী ফানুস,  
কালো মানুষ, সাদা মানুষ, দামি মানুষ, গন্ডি কাটে,
মানুষ কেমন মানুষ যে তার পেটের ভাইয়ের রক্ত চাটে !

মানুষ অহংকারী ফানুস, কি নিদারুন দাহ্য এখন
উড়ছে মানুষ পুড়ছে মানুষ জ্বলছে আতশ বাজীর মতন !

মানুষ দাঁড়ায়, গণ্ডি ছাড়ায়, হাত বাড়ালে বন্ধু বটে,
শিরদাঁড়া সব ভেঙেচুরে, মানুষ আবার বুকেও হাঁটে !

ভুখা মানুষ, শুখা মানুষ, কাঁদছে খিদের খাদের ধারে,  
নষ্ট মানুষ, ভ্রষ্ট মানুষ ভুখা ভাইয়ের অন্ন কাড়ে !
এই মানুষই হাসতে হাসতে ভাইয়ের বুকে ছুরি শানায়।
লক্ষ লোকের লাশ মাড়িয়ে, শুকনো টাকার পাহাড় বানায় !

মানুষ জলে, মানুষ স্থলে, অন্তরীক্ষে, আজব কলে,
ভাঙলে সীমা, আকাশ ছুঁলে মানুষকে কি দেবতা বলে !
ভাঙুক সীমা, ছাড়িয়ে আকাশ মানুষ না হয় সূর্য ছোঁবে,
দেবতা নয়, মাটির মানুষ, কবে যে ঠিক মানুষ হবে !